সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৩

কুমারখালীতে বর্জ্য থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনে সেমিনার

  শরীফুল ইসলাম কুমারখালী : 
কুষ্টিয়ার কুমারখালীতে বর্জ্য থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনে সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম সভাপতিত্ব করেন। বেসরকারি সংস্থা সাউথ এশিয়া এন্টারপ্রাই ডেভেলপমেন্ট (এসইডিএফ) ডিএফআইডি এবং নোরাড এর যৌথ অংশীদারিত্বে পরিচালিত বর্জ্য থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক পরিচালক শামসুল আলম কনসালটেন্ট হিসাবে সেমিনারে আলোচনা করেন। সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১২০ জন সকল বয়সের নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন