বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৩

কুষ্টিয়া যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  হাওয়া ডেস্ক : যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচীতে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টদের ভূমিকা শীর্ষক জেলা মতবিনিময় সভা গতকাল বেলা ১২টায় বিসিডিএস ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা নাটাবের সভাপতি মোঃ শাহাবুব আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি হাজী রফিকুল ইসলাম টুকু, কুষ্টিয়া ব্র্যাক স্বাস্থ্য ব্যবস্থাপক প্রবীর কুমার। আলোচনা করেন ঢাকা নাটাবের প্রতিনিধি বিধান কুমার দত্ত। বক্তাগণ বলেন, যক্ষা বাংলাদেশে একটি অন্যতম ঘাতট ব্যাধি যাতে প্রতি বছর বহু লোকের মৃত্যু ঘটায়। বর্তমানে এ রোগের চিকিৎসা ও ঔষুধ বিনামূল্যে প্রদান করা হয়। আমাদের দেশে যক্ষ্মা সম্পর্কে কুসংস্কার এখনও রয়ে গেছে। অনেকে যক্ষ্মাকে বংশগত রোগ বলে মনে করে রোগাক্রান্ত পরিবারের সাথে কোনরূপ সম্পর্ক রাখতে চাই না। যক্ষ্মা আসলে রোগী কফ, হাঁচি ও কাশির মাধ্যমে জীবাণু বের হয়ে বাতাসে মিশে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তা সুস্থ ব্যক্তির ফুসফুসে প্রবেশ করে এবং সুস্থ্য ব্যক্তিকে আক্রান্ত করে। এটি একটি মারাত্মাক সংক্রামক রোগ। যক্ষ্মা নিরাময়ের ক্ষেত্রে নিয়মিত ও পূর্ণ মেয়াদে চিকিৎসা সম্পন্ন করে যক্ষ্মা থেকে মুক্তি সম্ভব। এমন এক সময় ছিল যে শোনা যেত যক্ষা হলে রক্ষা নেই কিন্তু বর্তমানে সেই কথার কোন ভিত্তি নেই। বর্তমানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যক্ষ্মা প্রতিরোধে কাজ করছে। তন্মধ্যে যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) দেশের ঐতিহ্যবাহী বৃহত্তম জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। নাটাব যক্ষ্মা রোগী শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করে তোলার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। যক্ষ্মা প্রতিরোধে ডটস্ কার্যক্রম সময় উপযোগী পদক্ষেপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন