বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৩

কুষ্টিয়ায় বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ সুবিধার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ সুবিধার চেক হস্তান্তর অনুষ্ঠান গতকাল কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যা ৭টায় স্বাধীনতা শিক্ষক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহবায়কউপাধ্যক্ষ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ভেড়ামারা সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষক মোশারফ হোসেন। ১৭জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের ৫০লাখ টাকার চেক প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক জাহিদ হোসেন জাফর। সম্মানিত অতিথি শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু। স্বাগত বক্তব্য রাখেন খাতের আলী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন কুমারখালী আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামীম খান,পান্টি ডিগ্রী কলেজেরঅধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন,কুমারখালী কলেজের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম আহবায়ক আজিজুল হক স্বপন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরশীনগর পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব। অতিথিবৃন্দের ফলের তোড়া দিয়ে বরণ কওে নেন, কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, কুমারখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ হোসেন,শ্যামলী ইসলাম ও আবু সাঈদ। সার্বিক পরিচালনায় ছিলেন, উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক এম এ মজিদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন