বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৩

৩ দফা দাবীতে কুষ্টিয়া ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান

আব্দুম মুনিব : সকল ডি এম এফদের ২য় শ্রেনীর পর্দমার্যাদা, ইন্টারনীশীপ ভাতা, ডিপ্লোমা কোর্স শেষে উচ্চ শিক্ষা এর দাবীতে কুষ্টিয়া মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) ইন্টানী ব্যাচ ২৭,২৮ ও ২৯ তম ব্যাচ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতার মোড় সংলগ্ন (ময়ুর চত্বর) কুষ্টিয়া মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) আকবর আলীর নিকট তাদের দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি দেন।মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানান, কুষ্টিয়া জেলার ১ম.২য় ও ৩য় এবং ইর্ন্টানী ব্যাচের শিক্ষার্থী যারা উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা হিসেবে আগামী প্রজন্মে চিকিৎসা সেবা প্রদান করবে। অথচ তারা আজ অবহেলীত। কারণ তাদের ডিপ্লোমা কোর্স শেষে উচ্চ শিক্ষার সুযোগ নেই, নেই তাদের দ্বিতীয় শ্রেনীর মর্যাদা এবং ইর্ন্টানী ভাতা। আমরা আমাদের অধ্যক্ষের মাধ্যমে ডি.জি.এইচ.এস-এর নিকট ইর্ন্টানী ভাতা প্রসঙ্গে অনেকবার আবেদন পাঠালেও তা কার্যকর হয়নি।শিক্ষার্থীরা এ মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য এবং ডি.জি.এইচ.এস-এর দৃষ্টি আর্কষণ করে বলেন, আমাদের ডিপ্লোমা কোর্স শেষে উচ্চ শিক্ষার সুযোগ, দ্বিতীয় শ্রেনীরন মর্যাদা এবং ইর্ন্টানী ভাতা প্রদানের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। যদি আমাদের দাবী দাওয়া মেনে না নেয়া হয় তাহলে কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবো।এছারাও শিক্ষার্থীরা জেলা সিভিল
সার্জন, মেডিকেল কলেজের অধ্যক্ষ, ম্যাটস এর অধ্যক্ষ, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক এবং জেলা বিএমএর সভাপতির কাছে তাদের দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করে। মানববন্ধনে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) শত শত শিক্ষার্থীরা এবং বিডিএমএসএ,এমআইডিএ পক্ষ থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ডসহ বিভিন্ন দাবী দাওয়া সম্মিলিত ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন