বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৩

ইবি ডিবেটিং সোসাইটির বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

রাশেদুন নবী রাশেদ, ইবি : আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে গতকাল বুধবার সকাল সৃাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিতর্ক কর্মশালার আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার। ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইমামূল হাছান আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: আফজাল হোসেন ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর দেবাশীষ শর্মা।অনুষ্ঠানের ২য় পর্বে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি ডা. আব্দন নুর তুষার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. আহমেদ রেজা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট হাসান মাহমুদ, এটিএন বাংলার সাংবাদিক মাহফুজ মিশু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান প্রমূখ। সন্ধ্যা সাতটা পর্যন্ত এ কর্মসূচী চলে।ইবি ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক আশরাফুন্নাহার রীটার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করছেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নজিবুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরী, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. শকিুল ইসলাম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া, প্রফেসর ড. রুহুল আমিন ভুইয়া, সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন