বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৩

কুষ্টিয়ায় মাহবুব-উল-আলম হানিফ নির্বাচন প্রতিহতের ঘোষণা বিরোধী দলের রাজনৈতিক স্ট্যান্ডবাজি

ষ্টাফ রিপোটার : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিরোধী দলের নেত্রী নির্বাচন প্রতিহতের যে ঘোষণা দিয়েছেন তাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে উল্লে¬খ্য করেন। আমরা বলিনি যে বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করবো। তারাও এ নির্বাচনে অংশ নেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। সুতরাং বিরোধী দল এ নির্বাচন বানচাল করবে এটা আমরা বিশ্বাস করি না। বুধবার বিকালে কুষ্টিয়ার বঙ্গবন্ধু সুপার মার্কেটে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালি আসনের সংসদ সদস্য সুলতানা তরুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, বাংলাদেশ আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা আ’লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলামসহ জেলা ও উপজেলা আ’লীগের স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, দীর্ঘ ১২ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৫ অক্টোবর কুষ্টিয়ায় আসছেন। তাঁর এই সফর সফল , সুন্দর ও স্বার্থক করতে এবং জেলায় নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী সকল উন্নয়ন সম্পন্ন করতে জনসভায় ব্যাপক জনগণের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এর আগে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, বতর্মান নির্বাচন কমিশন এ পর্যন্ত কোন বিতর্কিত কাজ করেনি। এই নির্বাচন কমিশনের অধিনে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তারা যে ভোটার তালিকা করেছে তা নিয়ে এখন পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি। বিরোধী দলীয় নেত্রী ভোটার তালিকা নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা, খুবই দু:খজনক। তিনি বিরোধী দলের নেতার প্রতি প্রশ্ন রেখে বলেন,
উনার কাছে কি এমন কোন তথ্য আছে যে তথ্যের ভিত্তিতে বলছেন ভোটার তালিকা প্রণনয়নে অনিয়ম হয়েছে। আসলে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন উনার আজ্ঞাবহ নির্বাচন কমিশনার আব্দুল আজিজ ১ কোটি ৩৫ লাখ ভূয়া ভোটার তৈরী করেছিলেন। উনার জালিয়াতি করার এ অভিজ্ঞতার আলোকে উনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন