বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৩

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অসুস্থ এম এ শামীম আরজু শয্যাপাশে জেলা জাসাস নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সমাজসেবক ও সাংস্কৃতিকমনা অসুস্থ্য এম এ শামীম আরজুকে দেখতে তার বাড়ীতে যান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মুরাদ ও জেলা জাসাস নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কোর্টপাড়াস্থ আরজুর বাসভবনে যান নেতৃবৃন্দ। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেদ্রীয় জাসাসের সহ-সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাসাসের সভাপতি ইমরান আহমেদ সনজু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান টুটুল, শহর জাসাসের সভাপতি মাহমুদ হাসান লিটন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক, সাবেক ছাত্রদর নেতাদল নুরুল ইসলাম বাবু। জেলা জাসাস নেতৃবৃন্দ আরজু সুস্থ্য হয়ে পুনরায় রাজনীতিতে পূর্বের মত শরীক হতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১১ আগষ্ট রোববার সন্ধ্যায় শহরের কাটাইখানা মোড়স্থ এম এ শামীম আরজুর আত্মীয় (ভাইরা ভাই) মরহুম এম এ মজিদের বাড়ীতে বেড়াতে যান। এসময় এম এ শামীম আরজু ওই বাড়ীর ছাদে উঠলে অসাবধানতা বশতঃ পা ছিটকে পড়ে যান। এতে সে মারাত্মক আহত হোন। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে ২৮ অক্টোবর বুধবার রিলিজ ( ছাড়পত্র) নিয়ে বাড়ী আসেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ৩ মাস বিশ্রামে থাকতে হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন