সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৩

কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের মিলন মেলা

আশরাফুল ইসলাম অনিক : কুষ্টিয়ার সাংবাদিকদের সম্প্রতি হানাহানি, হামলা পাল্টা হামলা, মামলা পাল্টা মামলা এমনকি কারাবরণ সহ সকল ভেদাভেদ ভুলে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের মহাঐক্যের মহা ইতিহাস গড়লেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোল্লা মাহমুদ হাসান, এনএসআই ডিডি সানোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ
সম্পাদক মোমিনুর রহমান মোমিজ। কুষ্টিয়ার বিবাদমান দুটি গ্র“পের প্রতিনিধিদের নিয়ে কুষ্টিয়া সার্কিট হাউজে গতকাল রাত ৮ টায় বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ,  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আরশীনগর সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, দৈনিক আমাদের সময়ের কুষ্টিয়া প্রতিনিধি শামসুল আলম স্বপন, দৈনিক যুগান্তরের আল মামুন সাগর, দৈনিক স্বর্ণযুগের সম্পাদক জামিল হাসান খান খোকন, দৈনিক সমকালের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক বাংলাদেশ বার্তার নির্বাহী সম্পাদক রবিউল হক খান, দৈনিক আজকের সুত্রপাতের সম্পাদক আক্তার হোসেন ফিরোজ, চ্যানেল টয়েন্টিফোর এর কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস। সভা চলাকালীন সময়ে দুই পক্ষের সাংবাদিকদের উপস্থিতিতে এক আনন্দঘন ও উৎসব মুখোর
পরিবেশ সৃষ্টি হয়। ফটো সাংবাদিকরা এই স্মরনীয় মুহুর্তটি ক্যামেরা বন্দি করেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে সকল কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা তথ্য অফিসার তৌহিদুজ্জামানকে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মকলেছুর রহমানকে উপদেষ্টা করে এই কমিটিতে দুই পক্ষের ৬ জন স্থানীয় জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, পুলিশ সুপারের প্রতিনিধি ডিআই-১ কে সদস্য করা হয়। অবাধ, নিরপেক্ষ ও সকল সাংবাদিকের অংশ গ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ব্যাক্ত করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিক, সাংবাদিক নেতৃবৃন্দ। নবগঠিত আহ্বায়ক কমিটিকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন