সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৩

ভেড়ামারার পদ্মানদীতে ট্রলার ডুবি ॥ নিখোঁজ-৫

মনির উদ্দীন মনির, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজের অদূরে পদ্মানদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। প্রমত্ত পদ্মা নদীতে প্রায় দেড় ঘন্টা ব্যাপী শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে ১৮জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্ততঃ ৫ জন যাত্রী। জানা গেছে, দুুপুর ৩টার দিকে বাহাদুরপুর জিয়ানগর চর থেকে প্রায় ২৩ জন যাত্রী নিয়ে স্থানীয় ইয়ার আলী মাঝি (৫০) ট্রলার নিয়ে নদীর অপর প্রান্তে ভেড়ামারার বাহাদুরপুরে ফিরছিল। পদ্মানদীতে ভয়াল স্রোতের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রন হারিয়ে মাঝ নদীতে হঠাৎ করেই ডুবে যায়।
মোকারিমপুর ইউনিয়ন পরিষদ’র মেম্বর বাবুল হোসেন জানিয়েছেন, ট্র্র্রলার ডুবির সংবাদ পেয়ে দ্রুত ১০/১২টি ছোট বড় ট্র্রলার নিয়ে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রায় দেড় ঘন্টা ব্যাপী শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে হার্ডিঞ্জ ব্রীজের কাছ থেকে এবং নদীতে ছিটিয়ে থাকা অবস্থায় ১৮জন যাত্রীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ট্রলার’র মাঝি ইয়ার আলী সহ ৬ জন মহিলা এবং ১২ জন পুুরুষ। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে তারা হলেন, শাজাহান, আব্দুল মান্নান, সাজদার, রোকনুজ্জামানা, হেলাল, দুলাল, সোনা, কলম, হাবিবুল । এখনো ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তবে নিখোঁজ ব্যাক্তিদের নাম পরিচয় জানা যায়নি। এ রির্পোট লিখা পর্যন্ত পদ্মা নদীতে ডুবে যাওয়া ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান চলছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন