সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৩

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার

৩২ বিজিবি’র টহল দল গত ০৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ০৫ (পাঁচ) বোতল বিদেশী মদ এবং মেহেরপুর জেলার সদর ও গাংনী উপজেলায় যথাক্রমে ১৬ (ষোল) বোতল বিদেশী মদ এবং ০২ (বোতল) ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৮,৫০০/- (আটত্রিশ হাজার পাঁচশত) টাকা।  গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধর্মদাহ বিওপির হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর এর নেতৃত্বে একটি টহল দল গত ০৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখ ২০৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় শ্মশানঘাট মাঠের মধ্যে অভিযান চালিয়ে
০৫ (পাঁচ) বোতল বিদেশী মদ উদ্ধার। অপর দিকে শেওড়াতলা বিওপির নায়েক মোঃ দাউদ মিয়া এর নেতৃত্বে একটি টহল দল গত ০৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখ ২১২০ ঘটিকায় মেহেরপুর জেলার গাংনী উপজেলায় শেওড়াতলা পাঁকারাস্তায় মধ্যে অভিযান চালিয়ে ০৮ (আট) বোতল বিদেশী মদ এবং ০২ (দুই) বোতল ফেন্সিডিল, বুড়িপোতা কোম্পানী সদরের নায়েক মোঃ আশ্রাফুল হক এর নেতৃত্বে একটি টহল দল ১৯০০ ঘটিকায় মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ০৮ (আট) বোতল ফেন্সিডিল এবং ইছাখালী বিওপির নায়েব সুবেদার মোঃ এনামুল হক এর নেতৃত্বে একটি টহল দল গতকাল গোভীপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে ০৮ বোতল বিদেশী মদ উদ্ধার। উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন