সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৩

কুষ্টিয়া জেলা কৃষকদলের প্রস্তুতি সভায় মেহেদী রুমী

দেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়

ষ্টাফ রিপোর্টার : আগামী ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়ায় ৫ জেলা প্রতিনিধি সভা সফল করার লক্ষে কুষ্টিয়া জেলা কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের আহবায়ক এসএম গোলাম কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি  জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।প্রধান অতিথির বক্ত্যবে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, বাংলার মাটিতে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা দলীয় সরকারের অধীনে কোনো ষড়যন্ত্রের নির্বাচনে অংশ নেবে না। আর যারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে, তারা গণতন্ত্রে বিশ্বাসী না। একটি সংসদ বহাল রেখে,
আরেকটি সংসদের মাধ্যমে নির্বাচন জনগণ কখনো মেনে নেবে না। তিনি বলেন, জনগণের স্বার্থে নয়, সরকার নিজেদের স্বার্থে সংবিধান সংশোধন করেছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার দেশের মধ্যে রাজনৈতিক সংকট তৈরি করেছে। তারা এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। ক্ষমতার লোভে গণতন্ত্রকে ধক্ষংস করছে চায়। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। দেশে ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী থানা কৃষকদলের সভাপতি এ্যাড.আব্দুল ওয়াদুদ মিয়া. খোকসা কৃষকদলের সাধারণ সম্পাদক মাসুদ আহসান শিবলী, মিরপুর কৃষকদলের সভাপতি আনসার আলী, সাধারণ সম্পাদক নুরে আল আমিন
বুলবুল, দৌলতপুর কৃষকদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফরজ উল্লাহ,ভেরামারা কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, কুষ্টিয়া শহর বিএনপির সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, শহর কৃষকদলের আহবায়ক বাবলা আমিন চৌূধুরী, সদরথানা কৃষকদলের আহবায়ক আতিয়ার রহমান রাজা, জেলা কৃষকদলের সদস্য মিজানুর রহমান মিজান, দুলাল মোল্লা, জয়নাল, মোকারম হোসেন মোকা, আনিসুর রহমান ফিরোজ, সদরথানা কৃষকদলের নেতা আসাদুজ্জামান, কুমারখালী পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক আকরাম হোসেন আরজু, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রতন, শহর কৃষকদল এর যুগ্ম আহবায়ক রমজান আলী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন