সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৩

সুপ্র’র উদ্যোগে সাক্ষরতা দিবসে শিক্ষামেলা

এ.কে.এস শুভ ॥ গতকাল রবিবার সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে শিক্ষামেলার আয়োজন করা হয়। শিক্ষামেলার এবারের প্রতিপাদ্য বিষয় ”শিক্ষার আলোই সুশাসন, নিশ্চিত হবে উন্নয়ন”। শিক্ষামেলা উপলক্ষ্যে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটি ৩নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে আবৃতি, রচনা প্রতিযোগিতা, ছড়া গান, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করে। আয়োজন পরবর্তীতে ৩নং পৌর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আকতার জাহান এর সভাপত্বিতে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র জনাব আনোয়ার আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুপ্র যে উদ্যোগ গ্রহন করেছে সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি তাদের জ্ঞান বিকাশ ও বিনোদন এর যথেষ্ঠ প্রয়োজন রয়েছে আর এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার কারনে তাদের জ্ঞান বিকাশের পাশাপাশি বিনোদনের ক্ষেত্রেও যথেষ্ঠ পরিপূর্ণতা এসেছে। তাছাড়াও ছাত্র- ছাত্রীদের স্বতশফুর্ত অংশগ্রহন দেখে তিনি বেশ মুগ্ধ হন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহন করেন সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির সভাপতি আশরাফউদ্দিন নজু, সাধারণ সম্পাদক সৈয়দা হাবিবা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা সুলতানা। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন সুপ্র কুষ্টিয়া জেলা কমিটির সদস্য নাসিমা পারভীন, জেদ আলী, আব্দুস সজীব খান, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার সাবেক মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহমান মন্ডল, ৩নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক র”খসানা নাজনীন, মো:ইসাহক আলী, এস.এম শফিকুল ইসলাম ও সাবরীনা পারভীন সহ আরো অনেকে। আলোচনা সভার শেষে প্রধান অতিথির উপস্থিতিতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে মোট ১২টি বিভাগে ৫৮জনকে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী পূরবী ইয়াসমীন ও সুপ্র কুষ্টিয়া জেলা কমিটির সদস্য নাসিমা পারভীন, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার সাবেক মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহমান মন্ডল সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ৩নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ধনেশ কুমার বিশ্বাস। শিক্ষামেলার সার্বিক দায়িত্বে ছিলেন সুপ্র’র ডিস্ট্রিক ক্যাম্পেইন ফ্যাসিলিটিটর অঞ্জন কৃষ্ণ শীল।   




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন