বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

কুমারখালীতে পশুহাট টেন্ডার নিয়ে আওয়ামীলীগের দুই গ্র“পের সংঘর্ষ : আহত-৫

 
স্টাফ রিপোটার : কুষ্টিয়ার কুমারখালীতে পশুহাট ইজারার টেন্ডার জমা দিতে বাধা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্র“পের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে বারটায় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল বেলা সাড়ে বারটায় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আলাউদ্দিন নগর পশুহাট এর টেন্ডার জমা দিতে গেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান এর ক্যাডার রাজ্জাক মেম্বর তার দলবল নিয়ে আওয়ামীলীগ নেতা উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ গ্র“পের সর্মথকদের বাধা দেয়। এসময় উভয় গ্র“পের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে রউফ গ্র“পের সর্মথক মসলেম, শহিদুল ও বৈঠা সহ ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও নতুন সংর্ঘষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় উপজেলা চত্বরে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ ওসি রাম প্রসাদ জানান, সংর্ঘষে ৫ জন আহত হয়েছে। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। কুমারখালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, সংর্ঘষে পর আলাউদ্দিন নগর পশুহাটের ডেন্ডার বাতিল করা হয়েছে। সেই সাথে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবন্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন