বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাওয়া ডেস্ক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সভাপতি, সদর থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপিার সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী এত বেশি দুর্নীতি করেছেন যে এখন ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছেন। এজন্য তিনি আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে দাবি করে তা রুখে দিতে জনগণের প্রতি আহক্ষান জানান তিনি। তিনি আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে কোণঠাসা করার হুমকি দিয়ে বলেন, এখনো জনগণ আপনাদের সম্মান করছে। ক্ষমতা থেকে চলে গেলে আপনাদের পরিণতি যা হবার তা-ই হবে। এমন পরিস্থিতির সৃষ্টি করব, তখন পালাবার সব পথ বন্ধ হয়ে যাবে।গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে ঝাউদিয়া হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি এসময় আরো বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল¬্যান্ট করে সরকার জনগণের টাকা পকেটে ভরেছে। ব্যাংকের টাকা নিয়ে গেছে। ব্যাংকগুলো খেলাপি ঋণের জালে আটকে আছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যাতে দেশে না আসতে পারে তার জন্য এ সরকার মিথ্যা মামলা দায়ের করেছে। জিয়া পরিবারকে ধক্ষংস করা জন্য একেরপর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। এ সরকার মনে করছে জিয়ার পরিবারকে ধক্ষংস করতে পারলে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা যাবে। কিন্তু এসরকারকে জানিয়ে দিতে চায়, জিয়ার পরিবারের প্রতি যত বেশি ষড়যন্ত্র করা হবে ততই এ সরকারের পতন দ্রুত হবে। তিনি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সকল আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার আহক্ষান জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই দেশ থেকে মাদক নির্মূল করা হবে। মাদক দেশ ও জাতির শত্রু। আমরা জনগণকে নিয়ে মাদক নির্মূল করতে পারবো। তত্ত্বাবধায়ক সরকারের দাবি তো তাঁদের। এই দাবিতে তখন বহু মানুষ হত্যা করেছিলেন। লগি-বৈঠার আন্দোলন করেছিলেন। আজ দেশের প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার দরকার। তিনি শেষে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে এসরকারের বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে যুবদলের সকল নেতা-কর্মীকে শরীক হতে হবে। ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক তরিকুল ইসলামের সভাপতিত
বে ঝাউদিয়া ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব। প্রধান বক্তা ছিলেন সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ। সদর থানা যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সম্মানিত সদস্য বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সিহাব উদ্দিন, সদর থানা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক, যুগ্ম সম্পাদক হাজী রবিউল আওয়াল, ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মিলন, আব্দালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক চেয়ারম্যান হায়াত আলী, ঝিনাইদহের ভায়না ইউনিয়ন বিএনপির সভাপতি মইনউদ্দিন খান, সদর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন সাধু, জাতীয়তাবাদী তৃণমুল দল কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাইম, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টিপু, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এসআর শিপন বিশ্বাস, আনারুস সাদাত উজ্জ্বল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন