বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

বড় বাজারে কাজী মসলা মিলে অভিযান

ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ॥ প্রতিষ্ঠান সিলগালা ॥ বিপুল পরিমান ভেজাল মসলা বিনষ্ট
আব্দুম মুনিব : কুষ্টিয়া শহরের বড় বাজারে মেছুয়া বাজার লেনে কাজী মসলা মিলে অভিযান চালিয়ে ভেজাল মসলা উৎপাদন ও বাজাজাত করনে অভিযোগে ভ্রাম্যমান আদালতে প্রতিষ্ঠানের মালিক কাজী মোঃ সেলিমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সেইসাথে উক্ত প্রতিষ্ঠান সিলগালা এবং বিপুল পরিমান মসলা বিনষ্ট করা হয়। গতকাল দুপুরে এই আদালত পরিচালনা করেন আরডিসি সিরাজাম মুনিরা। এর আগে বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে টায়গার ওয়ানের হাবিলদার মোতালেবের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে মসলায় ভেজাল করার জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকার রং, নষ্ট শুকনা মরিচ, তেজপাতা, ধানের গুরো ও ভুষি মিশ্রিতি বিপুল
পরিমান মরিচের গুরা জব্দ করা হয়। এসময় মিলের মালিক কাজী মোঃ সেলিমকে আটক করে পুলিশ। দীর্ঘদিন ধরে কাজী মসলার লেবেলে এখান থেকে হলুদ, মরিচ, ধনিয়ার গুরা বাজারজাত করা হতো। এরপর প্রতিষ্ঠানের চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ এর ৪১ ধারায় প্রতিষ্ঠানের মালিক কাজী মোঃ সেলিমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সেইসাথে কাজী মসলা মিলটি সিলগালা করে বিপুল পরিমান মসলা বিনষ্ট করা হয়। এসময় কুষ্টিয়া মডেল থানার এসআই জাহিদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন