বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ॥ প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম

ইবি প্রতিনিধি : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির নামে মিথ্যা মামলার চার্জশীট দেয়ার প্রতিবাদে ও দ্রুত প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ইবি ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। এসময় ইবি ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা প্রতাহার ও মুক্তির দাবীতে প্রশাসনকে ২৪ঘন্টার আলটিমেটাম দিয়েছে।জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর একটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের নেতৃত্বে দু‘শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের থানা গেট থেকে মিছিল বের করে। মিছিলটি কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে ইবি মেইন গেটে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের পরিচালনায় বক্তব্য রাখেন ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, তিনি তার বক্তব্যে বলেন, ‘গনতন্ত্রের মুখোশধারী আওয়ামী বাকশালী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের নামে যে মিথ্যা সাজানো মামলার চার্জশীট দিয়েছে তা যদি অতিসত্ত্বর প্রত্যাহার না করে তাহলে রাজপথে রক্তের বন্যা যাবে। হামলা মামলা দিয়ে, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীর ভয় দেখিয়ে ছাত্রদলের আন্দোলন থেকে স্তব্ধ রাখা যাবেনা’।এ ছাড়া তিনি আরও বলেন,‘আগামী ২৪ঘন্টার মধ্যে প্রশাসন যদি বিশ্বদ্যিালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা দায়ের করেছে তা প্রতাহার না করে,তাহলে আগামী শনিবার থেকে ক্যাম্পাস পুরোপুরি অচল করে দেয়া হবে। এক সেকেন্ডর জন্য ক্যাম্পাস চলতে দেয়া হবে না’।এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ,সিনিয়র সহ উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, আনিসুল ইসলাম মাহমুদ, ইমামূল হাছান আদনান, জিল্লুর রহমান, রতন অধিকারী, রেজাউল করিম বিপ্লব, তুহিন আলী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, যুগ
্ম সম্পাদক সাবিক্ষর আহমেদ, সিরাজুল ইসলাম, রঞ্জু আলী, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, নজরুল ইসলাম রিপন, শামীম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাসেল, রাকিবুজ্জামান রকি, প্রচার সম্পাদক শেখ সবুরে নিশান সৌরভ, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক রাজু, ইলিয়াছ মেহেদী, মাহবুব, রাজিব, মেহেদী, হানিফ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন