বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

খোকসায় গড়াই নদ’র তীব্র ভাঙ্গন

ধসে গেছে অর্ধশতাধিক বসতবাড়ি, ৩ শতাধিক বাড়ি হুমকির মুখে

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় গড়াই নদের তীব্র ভাঙ্গনে অর্ধশতাধিক বসতবাড়ি ধসে গেছে। গড়াই পাড়ের তীব্র ভাঙ্গনের ফলে ৩ শতাধিক বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। এখনই ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরো ভয়াবহ হতে পারে বলে জানালেন স্থানীয় অধিবাসি।বিশেষ সূত্রে জানা গেছে, গড়াই এর উৎস্যমুখ কুষ্টিয়ার তালবাড়িয়া থেকে খোকসা পর্যন্ত বারবার অপরিকল্পিত ড্রেজিং এর ফলে ভাঙ্গন তীব্রতা ধারণ করেছে। অপরিকল্পিত ড্রেজিং এর ফলে শুধু ভাঙ্গনই সৃষ্টি হয়নি, নষ্ট হয়েছে ফসলি জমি। গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার খোকসার কমলাপুর গ্রামের হালদারপাড়ার সরেজমিনে গিয়ে দেখা গেছে গড়াই পাড়ের ১৫ জেলে পরিবারের বসতবাড়ি গড়াইয়ের বুকে বিলীন হয়ে গেছে। অর্ধশতাধিক বাড়ির আংশিক বিলীন হয়ে গেছে। এর মধ্যে প্রখ্যাত ফুটবলার দোলের বাড়িও বিলীন হয়েছে। দিন গেলেই পুরোটাই বিলীন হওয়ার আশঙ্কা করছে এ এলাকার জনগণ। এখনই যদি এর প্রতিরোধ না করা যায় তবে পুরো গ্রামটিই বিলীন হয়ে যাবে এমন আশঙ্কাও করছেন অনেকে। এদিকে গড়াই সবকিছু কেড়ে নেওয়ায় কয়েক পরিবারের আর্তনাদ যেন বাতাসকে ক্রমেই ভারী করছে। তারা মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এখন দিশেহারা। এমনই এক পরিবারের সদস্য মন্টু কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। এখন আমাদের আর করার কিছুই নেই। প্রশাসনিক কর্তারা যদি ব্যবস্থা নিতো তাহলে আমাদের সবকিছু হারাতে হতো না। পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাশেম আলী বলেন, আমরা নদী ভাঙ্গন এর ব্যাপারে উর্দ্ধতন কর্র্র্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু তাদের কাছ থেকে কোন সাড়া পায়নি। আমি নদী ভাঙ্গন এর জায়গা পরিদর্শন করেছি। খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ও খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ
আলী বলেন, গড়াই নদীর বাঁধ এ সরকারের আমলে হয়নি। যতটুকু উন্নয়ন হয়েছে তা হয়েছে বিএনপির আমলে। আমরা যদি আবারো ক্ষমতায় যাই তাহলে এখানে বাঁধ দিয়ে ভাঙ্গনকে রুখবো। খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যধক্ষ আনিস উজ জামান স্বপন বলেন, নদী ভাঙ্গনের কবলে পড়া মানুষদের পাশে সবসময় বিএনপি ও এর নেতৃবৃন্দ থাকবে। এসব মানুষদের আকুল আর্জি অনতিবিলম্বে ভাঙ্গন কবলিত এলাকায় একটি বাঁধ দিয়ে ভাঙ্গনের তীব্রতা থেকে মুক্তি পেতে সরকারের প্রতি উদ্ধার্ত আহ্বান জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন