বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

ডিজিএম খোকসাকে অন্ধকারের রাজ্য বলে স্বীকার করলেন!

খোকসায় লোডশেডিং এর প্রতিবাদে পল্ল¬ী বিদ্যুৎ অফিস ভাংচুর
মনিরুল ইসলাম মনি, খোকসা: খোকসায় পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা পল্লী বিদ্যুতের এরিয়া অফিস ভাংচুর করেছে। মঙ্গলবারও লোডশেডিং ছিল আগের দিনের মতই ব্যাপক। পল্লী বিদ্যুতের কর্মচারীদের তথ্যসূত্রে জানা যায়, গত সোমবার আনুমানিক রাত ১০ টার দিকে লোডশেডিং চলাকালে ১৫/২০ জন বিক্ষুব্ধ জনতা এসে অর্তকিত হামলা চালিয়ে অফিসের দরজা-জানালা ভাংচুর করে। বিক্ষুদ্ধ জনতার হাতে হকিস্টিক ও লোহার হ্যামার ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জনতা অফিস ভাঙ্গলেও গতকাল মঙ্গলবারও আগের দিনের মত লোডশেডিং অব্যাহত ছিল। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের বিপর্যয়ের কারণে জনতা অফিস ভেঙ্গেছে। তিনি আরো বলেন, কুষ্টিয়া-রাজবাড়ি ফিডারে প্রতি ২৪ ঘন্টায় ২১ থেকে ২৩ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এ ফিডারে জন্য প্রতিদিন বরাদ্দ পাওয়া যায় ১০ থেকে ১৪ মেগাওয়াট। সোমবার ৭ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং বেশী হয়েছে। খোকসাকে অন্ধকারের রাজ্য থেকে মুক্ত করতে হলে রাজবাড়ি ও পাংশায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে পৃথক করাই একমাত্র কাজ। এ ভাবে চললে কোনদিনই খোকসাবাসী নিয়মিত বিদ্যুৎ পাবেনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন