বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৩

দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ


দৌলতপুর প্রতিনিধ : দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুর্ণীতিবাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অপসারন দাবী করে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীদের অভিযোগ, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলেও দুর্ণীতিবাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এই বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর থেকে ছাত্রছাত্রীদের সাথে অসৌজন্য আচরন সহ নানা রকমের আর্থিক অনিয়ম করে চলেছেন। সরকারী ভাবে প্রাইভেট পড়ানো নিষিদ্ধ থাকলেও তিনি কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজে প্রাইভেট পড়ান এবং অন্যদের পাইভেট পড়ানোর উপর থেকে কমিশন নিয়ে থাকেন। তিনি স্কুল ফান্ডের টাকা বিভিন্ন ভুয়া ভাইচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা স্ব-স্ব শিক্ষার্থীদের না দিয়ে আত্মসাৎ করার ফন্দি আটতে থাকেন। শিক্ষার্থীরা তাদের উপবৃত্তির টাকা চাইতে গেলে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক পরে বিতরন করা হবে বলে তিনি জানান। ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পরও কেন ওই টাকা শিক্ষার্থীদের বিতরন করা হবে না জানতে চাইলে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের সাথে অসৌজন্য আচরন করেন। এতে ক্ষুব্ধ দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারন দাবী করে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করে। পরে অভিভাবক ও স্থানীয়রা স্কুলে উপস্থিত হয়ে উপবৃত্তির টাকা বিতরন করার আশ্বাস দিয়ে শিক্ষার্থীরা কিছুটা শান্ত হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বেলা ১২ টার দিকে বিদ্যালয় ছুটি দিয়ে দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন