বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৩

কুষ্টিয়ায় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমান

বিএসএফ যে আচরণ করছে তা কোন সভ্য দেশে হতে পারে না
ষ্টাফ রিপোটার : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান কুষ্টিয়ায় বিএসএফের নির্মম নির্যাতনে বাংলাদেশি কৃষক নিহত হওয়া প্রসঙ্গে বলেছেন, যখন ফেলানী হত্যার বিচার হলো না, বা বিচারের নামে প্রহসন হলো তখন আমার আশঙ্কা প্রকাশ করেছিলাম এটি অপরাধ প্রবণ বিএসএফ জওয়ানদের উৎসাহিত করবে এবং এ ধরণের ঘটনা আরো ঘটতে পারে। তিনি বলেন, ভারত একটি বৃহৎ রাষ্ট্র, তারা আমাদের মুক্তিযুদ্ধে দারুন সহযোগিতা করেছে আমরা তা ভুলে যায়নি। তবে এর পাশাপাশি ভারতকেও মনে রাখতে হবে যে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে না। এগুলোর প্রতি তাদের সম্মান প্রদর্শন করতে হবে। তিনি বলেন, বিএসএফ যে আচরণ করছে তা কোন সভ্য দেশে হতে পারে না এবং এ আচরণ আমাদের কাম্য নয়। আমাদের পরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরণের একটি শক্ত বার্তা ভারতের কাছে পৌঁছে দেয়া উচিত যে, এ ধরণের ঘটনা চলতে থাকলে আমরা বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যেতে বাধ্য হবো। তিনি বলেন, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, তাই কোন মূল্যে আমরা আমাদের স্বাধীনতাকে সম্মুন্নত রাখবো।ড. মিজানুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনে জেলা মানবাধিকার ফোরাম ও নারী নির্যাতন প্রতিরোধ ফোরামেরযৌথ উদ্যোগে ‘কুষ্টিয়ায় সামাজিক বিপর্যয় ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ও মতবিনিময় সভার আহ্বায়ক মমতাজ আরা বেগম উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন