বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৩

খোকসায় বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামীলীগ ৪০টি আসনও পাবে না
আব্দুম মুনিব : আগামী ২২ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে খোকসায় বিএনপির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সভায় সভাপত্বিত করেন খোকসা থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী গতকাল দুপুরে খোকসা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নেতা কর্মিদের উদ্যেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, দেশের ৫ সিটি করপোরেশন নির্বাচনে সরকার বুঝে গেছে যে, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে তাদের জন্য ক্ষমতায় আসতে পারবে না। এই জন্যই তারা আর তত্ত্বাবধায়কে ফিরতে চাচ্ছে না।তিনি বলেন, দেশের সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের সব ব্যক্তিরাও এক জোট হয়ে নির্দলীয় সরকারেরই কথা বলছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামীলীগ ৪০টি আসনও পাবে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বললে কিংবা আন্দোলন করলে এম. ইলিয়াস আলীর মতো হয় গুম করা হয় অথবা হত্যা করা হয়। তিনি বলেন, আগামী নির্বাচনে শেয়ার বাজারের দুর্নীতি, ডেসটিনি কিংবা পদ্মা সেতুর দুর্নীতি এ রকম শত শত দুর্নীতির জনগণ দাঁতভাঙা জবাব দেবে। তিনি আগামী ২২ সেপ্টেম্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করার জন্য নেতাকর্মীদের আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সহ-সভাপতি রশিদ রেজা বাজু, সাধারন সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জাহিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, খোকসা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তৈয়ব আলী সরকার, জেলা তৃণমূলদলের সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, শোমসপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান কাজল, খোকসা থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজা, সাধারন সম্পাদক বাহারুল আলম, পৌর যুবদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, ছাত্রদলের সভাপতি আব্দুল আলিম, পৌর সেচ্ছাসেবকদলের সভাপতি বাবলু মোল¬া, সাধারণ সম্পাদক জসিম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন