বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৩

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর জরিমানা

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৩ মাদক সেবীর নিকট থেকে পৃথক জরিমানা আদায় করেছে। দন্ডিতরা হল কুষ্টিয়া শহরতলী হরেকৃষ্ণপুর গ্রামের মহসিনের ছেলে ইসলামীয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শিঞ্জু (১৮), বাড়াদী এলাকার ইউনুসের ছেলে ইসলামীয়া কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ইমরান (১৮) ও মিরপুর উপজেলার আমলা সদরপুর এলাকার হায়দার আলীর ছেলে কুষ্টিয়া সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র রানা (২০)। গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ এর নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানার এস আই তৌহিদুল ইসলাম ও এ এস আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পেশকার রঞ্জিত কুমার মিস্ত্রি এ অভিযান পরিচালনা করে। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (খ) ধারা অনুযায়ী রানা ও ইমরানকে ২ হাজার, শিঞ্জুকে ১ হাজার টাকা জরিমানা করে। উলে¬খ্য গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এস আই তৌহিদুল ইসলাম কোর্টপাড়া মাগুরমাছের পুকুর এলাকা থেকে মাদক সেবন অবস্থায় ৬ পুরিয়া গাঁজাসহ তাদের আটক করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন