বুধবার, অক্টোবর ০৯, ২০১৩

৩২ বিজিবি’র অভিযানে মদ ও ফেন্সিডিল উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি : ৩২ বিজিবি’র টহল দল গত ০৭ অক্টোবর ২০১৩ তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৪ (চুয়াল্লিশ) বোতল বিদেশী মদ এবং মেহেরপুর জেলায় সদর ও গাংনী উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩ (তের) বোতল বিদেশী মদ ও অদ্য ০৮ অক্টোবর ২০১৩ তারিখে ৫৫৯ (পাঁচশত ঊনষাট) বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩,০৯,১০০/- (তিন লক্ষ নয় হাজার একশত) টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানী সদরের নায়েক মোঃ হিরু মিয়া এর নেতৃত্বে একটি টহল দল গত ০৭ অক্টোবর ২০১৩ তারিখ ১৮৪০ ঘটিকায় কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় মহিষকুন্ডি মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৩৪ (চৌত্রিশ) বোতল বিদেশী মদ এবং রামকৃষ্ণপুর বিওপির নায়েব সুবেদার মোঃ শাহজাহান মিয়া এর নেতৃত্বে একটি টহল দল ২০৩০ ঘটিকায় ছাইডোবা নামক স্থানে অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে।অপর দিকে শেওড়াতলা বিওপির নায়েক মোঃ দাউদ হোসেন এর নেতৃত্বে একটি টহল দল গত ০৭ অক্টোবর ২০১৩ তারিখ ২১৩০ ঘটিকায় মেহেরপুর জেলার গাংনী উপজেলায় রিফিউজিপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ০৭ (সাত) বোতল বিদেশ মদ, তেঁতুলবাড়ী বিওপির নায়েব সুবেদার মোঃ আব্দুল হক চৌকিদার এর নেতৃত্বে একটি টহল দল অদ্য ০৮ অক্টোবর ২০১৩ তারিখ ০৩০০ ঘটিকায় মথুরাপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৫৫০
(পাঁচশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল, বুড়িপোতা কোম্পানী সদরের হাবিলদার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল ১০৩০ ঘটিকায় মেহেরপুর জেলার সদর উপজেলায় বুড়িপোতা গ্রামে বাঁশ ঝারের মধ্যে অভিযান চালিয়ে ০৯ (নয়) বোতল ফেন্সিডিল এবং বাজিতপুর বিওপির হাবিলদার মোঃ নূরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল ০৮১০ ঘটিকায় মেহেরপুর জেলার সদর উপজেলায় হরিরামপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে ০৬ (ছয়) বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সমূহ ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন