বুধবার, অক্টোবর ০৯, ২০১৩

দুই দফা দাবীতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও বিক্ষোভ মিছিল

আব্দুম মুনিব : উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ, বৃত্তি ও ভাতা বৃদ্ধির গেজেট না পাওয়ায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। সেই সাথে তারা সকল ক্লাসের রুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। গতকাল মঙ্গলবার সকালে বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ না নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসসহ অনেক স্থানে বিক্ষোভ করেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তাদের সান্তনা দেয়ার জন্য উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ, বৃত্তি ও ভাতা বৃদ্ধির মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু গেজেট না পেলে এর কোনো মূল্য নেই। সে কারণে তারা গেজেট চান। সে কারণে আজ (মঙ্গলবার) থেকে সব পরীক্ষা বর্জন শুরু হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েও কোন কাজ হয়নি। ফাইনাল পরীক্ষার আগে লিখিত আকারে গেজেট না পেলে কঠোর আন্দোলনের কর্মসূচী হাতে নেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তারা।প্রকৌশলীর
সংজ্ঞায় ডিপ্লোমা প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করে ২০০৮ সালের বিতর্কিত গেজেট সংশোধন এবং ছাত্রদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন