বুধবার, অক্টোবর ০৯, ২০১৩

ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রশিক্ষককে হত্যার চেষ্টা : ভাংচুর

পাবনা সংবাদদাতা : ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের (এটিআই কলেজ) এক উপ-সহকারি প্রশিক্ষকের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কলেজে ভাংচুর চালিয়ে বিক্ষোভ মিছিল করে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কলেজের পক্ষ থেকে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।এটিআই কলেজ সুত্রে জানা যায়, কলেজ ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার ও অবাধ বিচরন রোধে শিক্ষার্থীদের সহায়তায় কার্যকর ভূমিকা পালন করে আসছিল উপ-সহকারি প্রশিক্ষক আবু তালহা বিশ্বাস। এতে বহিরাগত সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে প্রায়ই আবু তালহা বিশ্বাসকে প্রায়ই নানা রকম হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল। এই ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তালহা বিশ্বাস মটর সাইকেল যোগে কলেজে আসার সময় শহরের মাহাতাব কলোনী এলাকায় বহিরাগত সন্ত্রাসী জাহাঙ্গীর, ওসমান ও আরমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী
তার উপর হামলা চালায়। সে সময় সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে তালহাকে মারধর করে এবং পলিথিন দিয়ে নাকে-মুখ ঢেকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং গুরুতর আহত অবস্থায় তালহাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রিয় শিক্ষকের উপর হামলার ঘটনা প্রচার হয়ে গেলে শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। সে সময় তারা উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে কলেজে ভাংচুর চালায়। খবর পেয়ে ঈশ্বরদী থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কলেজের পক্ষ থেকে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসী হামলায় আহত উপ-সহকারি প্রশিক্ষক আবু তালহা বিশ্বাস জানান, কলেজ ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার ও অবাধ বিচরন রোধ করায় সন্ত্রাসীরা তার উপর ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে। তিনি জানান, বহিরাগত সন্ত্রাসীরা এর আগে কলেজ প্রাঙ্গনে ঢুকে অবাধ বিচরণসহ প্রায়ই নানা রকম অসামাজিক কর্মকান্ড সংঘটিত করতো।ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. গোলাম মর্ত্তজা জানান, উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, কলেজে ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বন্ধসহ বিভিন্ন বিষয়ে ঈশ্বরদী থানায় ১৮টি লিখিত অভিযোগ দাখিল করা হলেও পুলিশ কার্যকর কোন ভূমিকা পালন করেনি। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে ইতিমধ্যেই পুলিশ অভিযান শুরু করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন