বুধবার, অক্টোবর ০৯, ২০১৩

মুক্তি ও গণসাক্ষরতার উদ্যেগে বিশ্ব শিক্ষক দিবস’২০১৩ পালন

 শিক্ষকদের জন্য আহবান:চাই মর্যাদা,নায্য অধিকার ও জবাবদিহিতা। এই শ্লোগানকে সামনে রেখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান,ঢাকার সহযোগিতায় “বিশ্ব শিক্ষক দিবস’২০১৩” উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে সকালে এক বর্নাঢ্য র‌্যালী মুক্তির কার্যালয় থেকে শুরু হয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা পরিষদে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব জাহিদ হোসেন জাফর,প্রশাসক,জেলা পরিষদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এস এম ছায়েদুর রহমান,জেলা শিক্ষা অফিসার,কুষ্টিয়া
নূরউদ্দিন আহম্মেদ,অধ্যাপক,কুষ্টিয়া সরকারী কলেজ। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ম,হেলাল,প্রভাষক,হালসা ডিগ্রী কলেজ। স্বাগত বক্তব্য রাখেন মুক্তির প্রশিক্ষণ সমন্বয়কারী কাজী শফিউল্লাহ। সভায় আরো বক্তব্য রাখেন মোশারফ হোসেন,সুপাররিনটেনডেন্ট,মুক্তি,কুষ্টিয়া। সভাটি পরিচালনা করেন জায়েদুল হক মতিন,প্রকল্প সমন্বয়কারী,মুক্তি,কুষ্টিয়া,সার্বিক সহযোগিতা করেন মুক্তির সাহানা আক্তার, রকিবুল ইসলাম কর্নেল,তারক নাথ কুন্ডু,সূচনা পারভীন,আহসান হাবীব, শ্যামলী, তাপিকুল । আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সুরসপ্তক একাডেমী,কুষ্টিয়া এবং মুক্তির সাংস্কৃতিক দল । প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন