বুধবার, অক্টোবর ০৯, ২০১৩

৭ম শ্রেণীর ছাত্রীকে ইভটিচিং এর অভিযোগে কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে কিশোরের কারাদণ্ড প্রদান

 কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিচিং এর অভিযোগে পুলিশ লাইন স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র টিপু সুলতান (১৭) নামে এক কিশোরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিষ্ট্র্রেড এসএম জামাল। গতকাল বিকাল ৪ টায় শহরের শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।আদালত সুত্রে জানা যায় শহরের শহরের থানাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে পুলিশ লাইন স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র টিপু সুলতান পশ্চিম মজমপুর আলফার মোড় এলাকার ৭ম শ্রেণীর এক ছাত্রীকে গত এক বছর যাবত বিভিন্ন ভাবে উতক্ত্য করে আসছিলো।এরই সুত্র ধরে গতকাল বিকালে স্কুল শেষে ৭ম শ্রেণীর সেই ছাত্রী এডুকেয়ার আইডিয়াল স্কুলের মাইক্রবাসে করে বাড়ি ফিরছিলো এমন শহরের শাপলা চত্বরে টিপু সুলতান মাইক্রবাসের গতিরোধ করে সেই ছাত্রীকে উতক্ত্য করতে থাকে। এসময় স্থানীয়রা টিপু সুলতানকে পাকরাও করে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই নাজমূল সঙ্গীয় ফোর্স নিয়ে টিপু সুলতান কে আটক করে।পরে ভ্রাম্যমান আদালতে সুলতানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন