সোমবার, ডিসেম্বর ০১, ২০১৪

ফসলের লাভজনক মূল্য নির্ধারণের দাবীতে রাজবাড়ীতে কৃষক বন্ধন

রাজবাড়ী প্রতিনিধি : ধান,গম,পাট,ভুট্রা,সবজিসহ ফসলের লাভজনক মূল্য নির্ধারণ,ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালু এবং সার,বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য হ্রাসসহ ৭ দফা দাবীতে রাজবাড়ীতে কৃষক বন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কৃষক বন্ধন অনুষ্ঠিত হয়। কৃষক নেতা আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল কালাম, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার মন্ডল,কৃষক নেতা হাজী জামাল প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত
কোল্ড স্টোরেজ নির্মাণ,বিএডিসিকে সচল করে পল্লী রেশন ও শস্য বীমা চালু করণ এবং পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানী ও দুর্নীতি বন্ধ করার দাবী জানান হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন