সোমবার, ডিসেম্বর ০১, ২০১৪

পাবনায় কোচিং সেন্টারে ট্যাঙ্কলরি শিক্ষক নিহত, ১০ শিক্ষার্থী আহত

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় একটি কোচিং সেন্টারে ট্যাঙ্কলরি ঢুকে ১ শিক্ষক নিহত ও ১০ শিক্ষার্থী আহত হয়েছে।রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার করমজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ জানান, সাঁথিয়া থেকে বেড়া উপজেলাগামী একটি ট্যাঙ্কলরি করমজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় কোচিং সেন্টারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম সাইফুল (২৭) নামের এক শিক্ষক নিহত হন এবং ১০ শিক্ষার্থী আহত হন।নিহত নজরুল ইসলাম সাইফুল করমজা গ্রামের গোলাম ইয়াছিনের ছেলে। আহতদের মধ্যে কুলসুম, রজিনা, আতিক মাহমুদসহ অন্যান্যদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ওসি জানান,
ঘটনাস্থলে ফোর্স রওনা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে। নিহত সাইফুল করমজার গ্রামের রওশন আলী নামের একজনের বাড়ি ভাড়া নিয়ে কোচিং ব্যবসা করতেন। তিনি ধোপাদহ দাখিল মাদ্রাসার বিএসসি শিক্ষক বলে জানা গেছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন