সোমবার, ডিসেম্বর ০১, ২০১৪

খলিসাকুন্ডি মাদক ও ডাকাতদের বিরুদ্ধে পুলিশের অভিযান

খলিসাকুন্ডি প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি মাদক ব্যবসা ও ডাকাতদের বিরুদ্ধে পুলিশের অভিযান ব্যাপক। এলাকা ঘুরে দেখা গেছে গত কয়েকদিনে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের এস.আই মামুন ও তার সঙ্গিও ফোর্সের অভিযানে মাদক ব্যবসা ও সেবনকারীর সংখ্যা অনেকটা কমে গেছে এবং খলিসাকুন্ডির বিভিন্ন স্থান থেকে খলিসাকুন্ডি বাজার পাড়ার আয়ুব আলীর ছেলে মুন্টু(২৫), মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোলাপনগর গ্রামের মানা মল্লিক এর ছেলে সাইফুল(২৫) ও শফিকুল ইসলামের ছেলে রিপন(২৪), হেমায়েতপুরের মজিবূল হক মাষ্টারের ছেলে  আসাদকে (২৫) সহ আরো বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে  কিছুটা সস্তি ফিরে এসেছে।কিছু দিন আগেও  খলিসাকুন্ডি গ্রামের বিভিন্ন স্থানে ডাকাত ও মাদক ব্যাবসায়ীরা বেপরোয়া হয়ে উঠে ছিল। এ কারনে গ্রামবাসি দিনের পর দিন হতাসার মধ্যে সময় কাটাচ্ছিল এমনকি গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি পর্যন্ত নিয়েছিল অনেকেই। ঠিক সেই সময় মাদক ও ডাকাতদের বিরুদ্ধে পুলিশের অভিযান ব্যাপক হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে কিছুটা সস্তি ফিরে এসেছে। ভাম্যমান আদালত আটককৃতরা খলিসাকুন্ডি বাজার পাড়ার আয়ুব আলীর ছেলে মুন্টুকে ২মাস কারাদ  ও  মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোলাপনগর গ্রামের মানা মল্লিক এর ছেলে সাইফুল ও শফিকুল ইসলামের ছেলে
রিপন, হেমায়েতপুরের মজিবূল হক মাষ্টারের ছেলে  আসাদকে আটক করে ৫হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে।  এতে এলাকার সচেতন ব্যক্তিরা বলেন ডাকাত ও মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযানে আমরা পুলিশকে অভিন্দন জানাই। তারা আরো বলেন মাদক ব্যবসা ও ডাকাতদের বিরুদ্ধে পুলিশের অভিযান আরো কঠোর  করতে হবে। এ অভিযানে আমরা পুলিশকে সর্বক্ষণ সহযোগীতা করব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন