সোমবার, ডিসেম্বর ০১, ২০১৪

রাজবাড়ীর দেীলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারনে ৬ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল

রাজবাড়ী প্রতিনিধি :  ঘন কুয়াশার কারনে দেীলতদিয়া পাটুরিয়া নেীরুটে ভোর ৫ টা হতে সকাল ১০ টা পর্যন্ত ২ দফা ফেরি চলাচল বন্ধ থাকে । দুই প্রান্ত থেকে ছেরে আসা তিনটি ফেরি যানবাহনসহ মাঝ নদীতে দীর্ঘ সময় আটকে থাকে । চলতি শীত মেীসুমে ঘন কুয়াশায় ফেরি চলাচল প্রথমবারের মত বন্ধ হল । ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন ভোর ৫ টার দিকে কুয়াশার তীব্রতার কারনে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় প্রথম দফা । এর পর সারে ৬ টার দিকে ফেরি চলাচল কিছুটা স্বাভাবিক হলেও ১৫ মিনিট পর কুয়াশা আবার জেকে বসায় ফেরি চলাচল সকাল ৭ টার দিকে দ্বিতীয় দফা বন্ধ হয়। এসময় মাঝ নদীতে আটকে পরে ফেরি শাহ-মকদুম,ফেরি বনলতা,ও হাসনা হেনা । সকাল সারে ৯ টার দিকে কুয়াশা কিছুটা পরিষ্কার হলে পাটুরিয়া ঘাট থেকে ধীর গতিতে ২/১ টি ফেরি চলাচল শুরু করলেও দেীলতদিয়া
ঘাটে কুয়াশার তীব্রতা বেশি থাকায় সকাল ১০ টার দিকে ফেরি চলাচল শুরু হয় ।  এদিকে কুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধ থাকায় অনেকে ট্রলার যোগে নদী পার হয়েছেন,তবে দীর্ঘ ৬ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও নদী পার হতে আসা যানবাহনের তেমন চাপ নেই উভয় ঘাটেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন