সোমবার, ডিসেম্বর ০১, ২০১৪

এইডস প্রতিরোধে কুষ্টিয়ায় লাইট হাউজের উদ্বুদ্ধকরণ সভা

স্টাফ রিপোটার : এইডস প্রতিরোধে কুষ্টিয়ায় লাইট হাউজের আয়োজনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের কোর্টপাড়াস্থ মীর মোশাররফ স্কুলের সামনে অবস্থিত লাইট হাউজের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সিভির সার্জন মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কুষ্টিয়া মডেল থানার এসআই আশরাফুল ইসলাম, এএসআই জাহাংগীর আলম, সিম্যাক ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক আমিনুর রহমান তুহিন,  লাইট হাউজ কুষ্টিয়ায় ডিআইসি ম্যানেজার আনিসুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লাইট হাউজ এসপি সিক্স্র পোগ্রাম কুষ্টিয়ায় ডিআইসি ম্যানেজার এসএম মহিউল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে উপরে বর্নিত এলাকায়  বসবাসকারী সুই সিরিঞ্জের মাধ্যমে নেশা গ্রহনকারী  জনগোষ্ঠি যেন এইচ আইভি এবং অন্যান্য যৌন রোগে
আক্রান্ত না হন এবং তাদের মাধ্যমে যেন নিজ পরিবারের (স্ত্রী) ও অন্য সাধারন মানুষ এর মধ্যে এইচ আইভি ছড়িয়ে না পড়ে। আর এ জন্য লাইট হাউস ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার, সামাজিক নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করার জন্য অন্যান্য উন্নয়নমূখী ও সহযোগী প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং সরকারের সাথে যৌথভাবে কাজ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন