সোমবার, ডিসেম্বর ০১, ২০১৪

বালিয়াকান্দিতে বৈধস্বত্বের দাবীতে ৩৭জনের বিরুদ্ধে আদালতে মামলা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে বৈধ স্বত্বের দাবীতে আদালতে মামলা দায়ের করেছে। জানাগেছে, উপজেলার নারুয়া গ্রামের মৃত হোসেন আলী মন্ডলের পুত্র কন্যারা  জমির বৈধ স্বত্বদাবী করে  ওমর আলী সহ ১০ জন বাদী হয়ে ঘোষনা মূলক ডিগ্রী পাওয়ার নিমিত্তে একই গ্রামের মৃত ইয়ার উদ্দীন মুন্সীর পুত্র আঃ হাই মুন্সীকে  প্রধানসহ ৩৭ জনকে অভিযুক্ত করে রাজবাড়ী বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে  অবৈধ কাগজ তৈরী কারকদের বিরদ্ধে মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ করা হয়েছে ২০১৪ সালের ২৫ জানুয়ারী নারুয়া গ্রামের ইয়ার উদ্দীন মুন্সির পুত্র আব্দুল হাই মুন্সি,আব্দুস সালাম মুন্সি, আব্দুস কালাম মুন্সি, আবু সাইদ রেজা মুন্সি,ডালিয়া পারভীন এসএ ২৮২ নং খতিয়ান উল্লেখে আর এস ৮০৪ নং দাগের ৯ শতাংশ সহ অন্যান্য সম্পত্তি
প্রকৃত স্বত্ববানদের অস্বীকার করিয়া নামজারী করেছেন। প্রকৃত পক্ষে এসএ ২৮২ নং খতিয়ানে আর এস ৮০৪ নং নামে কোন দাগ নেই। উক্ত খতিয়ানে ১৮০৩,১৮০৪ নং দাগ রহিয়াছে। ৮০৪ নং দাগের নামপত্তন বাতিল পূর্বক বৈধ স্বত্ববানেরা দাবী করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন