শনিবার, ডিসেম্বর ০৬, ২০১৪

কুষ্টিয়ায় বিশ্ব মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

বৈষম্যের দেওয়াল ভেঙ্গে রাষ্ট্রে মানুয় হিসেবে সকলের জন্য সমান মযর্দা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষে ফেয়ার, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কুষ্টিয়া জেলা শাখা ও বাংলাদেশ দলিত পরিষদ কুষ্টিয়ার আয়োজনে বিশ্ব মর্যাদা ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৪ পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি কুষ্টিয়া চৈতন্য পল্লি হরিজন কলোনি হতে শুরু হয়ে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠে এসে শেষ হয়। র‌্যালি হতে অবিলম্বে বৈষম্য বিলোপ আইন পাশের দাবিতে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ১৫ কোটি জনসখ্যা অধ্যুষিত বাংলাদেশের প্রায় ১ কোটিই দলিত মানুষ। রাষ্ট্রিক ও সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা, ঘৃণা, পেশাচ্যুতি, অবহেলা, নিরাপত্তাহীনতা নির্ভরতা শবদেহ দাহে বাধাপ্রদান, রাষ্ট্রিয় পরিষেবা না পাওয়া, সামাজিক অনুষ্ঠানে দলিত-হরিজনদের জন্য আলাদা খাবার ব্যবস্থা করা হয়। মন্দিরে প্রবেশাধিকার নেই বললেই চলে। হোটেল- সেলুনে তাদের ঢুকতে দেওয়া হয় না, দিলেও নি¤œমানের প্লেটে চিহ্ন দিয়ে নির্ধারিত করা থাকে, কিম্বা কাপ-প্লেট
সঙ্গে নিয়ে যেতে হয় এমনই নানা প্রকার বৈষম্যের শিকার এদেশের দলিত জনগোষ্ঠী। রাষ্ট্রে হতে সকল প্রকার বৈষম্য বিলোপের মাধ্যমে, জাত-পাত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী ভেদাভেদ ভুলে সকলের জন্য সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য দিবসটি পালন করা হয়। র‌্যালিতে নাগরিক সমাজ, এনজিওকর্মী, ফেয়ার অ্যাডভোকেসি গ্রুপ সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ চৈতন্য পল্লী হরিজন কলোনি, মিললাইন হরিজন কলেনি, জিকে হরিজন কলোনি, ডিসি কোর্ট হরিজন কলোনি, আলামপুর দাসপাড়া, দূর্বাচারা দাসপাড়া ও জুগিয়া দাসপাড়ার দুইশতাধিক নারীপুরুষ ও শিশু অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন