শনিবার, ডিসেম্বর ০৬, ২০১৪

সাড়ে ৩ লক্ষ টাকা কাবিনে আইনজীবি সহকারীর বিয়ে!

রাজবাড়ী প্রতিনিধি : মামলা পরিচালনা অতপর প্রেম, জনতার হাতে ধরা পড়ে এক আইনজীবি সহকারীর সাড়ে ৩লক্ষ টাকা কাবিনে বিয়ে। ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামে। স্থানীয় শামীম, খলিলুর রহমানসহ এলাকাবাসী জানান, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের কারী নাজিমদ্দিনের কন্যা আছিয়া খাতুনের ইতিপুর্বে বিয়ে হয় একই গ্রামের ঝিনু কাজীর ছেলে সেনা সদস্য কাজী আব্দুস সালামের সাথে। স্বামী –স্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করে। মামলা পরিচালনার সুবাদে রাজবাড়ী কোর্টের আইনজীবি সহকারী সদর উপজেলার ধুঞ্চী গ্রামের আঃ মজিদ সরদারের পরিচয় ঘটে আছিয়া খাতুনের। পরিচয় অতপর প্রেমে জড়িয়ে পড়ে মামলার বাদী ও আইনজীবি সহকারী। গত ৩ ডিসেম্বর রাতে আইনজীবি সহকারী আঃ মজিদ সরদার মাতলাখালী গ্রামে আসলে সেখানে আছিয়ার বাড়ীতে রাত্রিযাপনকালে এলাকার লোকজন হাতেনাথে ধরে। পরে বহরপুর ইউনিয়নের কাজী আঃ রহমানের মাধ্যমে সাড়ে ৩লক্ষ টাকার কাবিন রেজিষ্ট্রি করে। এ বিয়েটি পড়িয়েছে স্থানীয় মাওলানা
আবু বক্কর। আর সেনা সদস্যেকে তালাক দেওয়া হয়। আঃ মজিদ সরদার রাজবাড়ী কোর্টের আইনজীবি ও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম.এ খালেকের সহকারী। ম্যারেজ রেজিষ্টার আঃ রহমান জানান, আমাকে ডেকে নিয়ে গেলে দু,জনই প্রাপ্ত বয়স্ক ও বিয়েতে স্ব-ইচ্ছায় রাজী থাকার কারণে সাড়ে ৩লক্ষ টাকা কাবিন মুলে বিয়ে দেওয়া হয়। একই সাথে আগের স্বামীকে তালাকও দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন