শনিবার, ডিসেম্বর ০৬, ২০১৪

মুক্তির উদ্যেগে সেচ সুবিধা বিষয়ক নীতি সংলাপ অনুষ্ঠিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যেগে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সকাল 

১০-০০ টায় দৌলতপুর উপজেলা  হলরুমে স্থায়িত্বশীল পানি প্রবাহ ও সেচ সুবিধা বিষয়ক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল  হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার নির্বাহী অফিসার শামীমুল হক পাভেল, দৌলতপুর উপজেলার চেয়ারম্যান ফিরোজ আল মামুন, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক, প্রাকপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের আহবাহক আবুল কালাম আজাদ, একশন এইড বাংলাদেশের প্রতিনিধি শমশের আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারীর ক্ষমতায়ন প্রকল্পের ম্যানেজার জীবন্নাহার । স্থায়িত্বশীল পানি প্রবাহ ও সেচ সুবিধা বিষয়ক নীতি সংলাপের কীনোট পাঠ করে শোনান জনসংগঠনের নেতা মিনুআরা খাতুন,। উন্মুক্ত আলোচনা করেন শিক্ষক রবিউল আওয়াল, কৃষক নাজিমুদ্দিন প্রধান, নারী প্রতিনিধি
দোলন আক্তার, সমাজসেবক নাজিমউদ্দিন। সংলাপ অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালকের ভুমিকায় ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। সার্বিক সহযোগিতা করেন মুক্তির  প্রোগ্রাম কো-অর্ডিনেটর জায়েদুল হক মতিন, প্রশিক্ষন সমন্বয়কারী কাজী শফিউল্লাহ, স্পন্সরশীপ অফিসার কাজী আরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সালমা আক্তার,  মিলন হোসেন, মোক্তার হোসেন, সুমন আলী, আহসান হাবিব রিপন ও রকিবুল ইসলাম কর্নেল। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন