শনিবার, ডিসেম্বর ০৬, ২০১৪

দৌলতপুরে হিরোইন ও ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী র‌্যবের হাতে গ্রেফতার

দৌলতপুর  প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হিরোইন ও ইয়াবাসহ রিতা ওরফে তিতু বেগম (৩৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইকুন্ডি মাদ্রাসাপাড়া গ্রামে র‌্যাব অভিযান চালিয়ে ৪০ গ্রাম হিরোইন ও ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। র‌্যাব সূত্র জানায়, মাদক বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে হোসেনাবাদ ক্যাম্পের র‌্যাব সদস্যরা  উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি মাদ্রসাপাড়া গ্রামের  সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার স্ত্রী মাদক বিক্রেতা রিতা ওরফে তিতু বেগমকে হিরোইন ও ইয়াবাসহ আটক করে। আটক মহিলা মাদক বিক্রেতা কে জিঞ্জাসাবাদ শেষে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‌্যাব।
এলাকাবাসী জানায় মাদক সম্রাজ্ঞী তিতু ও তার স্বামী সাজ্জাদ ডাকাত ২০ বছর যাবৎ মাদকের ব্যবসা চালিয়ে আসছে, মাঝে মধ্যেই প্রসাশনের হাতে ধরা পড়ে,জেল হাজত থেকে এসে অথবা জামিন হয়ে এসে আবার মাদকের ব্যবসা শুরু করে,মাদকের ব্যবসা করে জিরো থেকে হিরো বনে গেছে পরিবারটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন