শনিবার, ডিসেম্বর ০৬, ২০১৪

জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক জরিপের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুজিব-উল-ফেরদৌস বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পরিসংখ্যানিক তথ্যের গুরুত্ব অপরীসিম। তিনি গতকাল সকালে জেলা পরিসংখ্যান অফিসের তথ্য সংগ্রহকারী ও  সুপারভাইজার কর্মকর্তাদের তিনদিন ব্যাপী  প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, সারা বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর থেকে উত্তরণের জন্য এ সরকার জরিপের তথ্য পরিকল্পনা প্রনয়নের কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, এই সরকারের পরিকল্পনা প্রনয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এ জরিপ কার্যক্রমের সফলতা কামনা করেন। কুষ্টিয়া জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ সাদ্দাম হোসেন খাঁন। উল্লেখ্য, কুষ্টিয়া জেলায় জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক জরিপ-২০১৪ পরিচালনার নিমিত্ত
আগামী ০৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর-২০১৪ পর্যন্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। এ লক্ষ্যে জেলা পরিসংখ্যান অফিস, কুষ্টিয়ায় তথ্য সংগ্রহকারী ও  সুপারভাইজার কর্মকর্তাদের তিনদিন ব্যাপী  (৫-৭ ডিসেম্বর ২০১৪ খ্রিঃ) পর্যন্ত প্রশিক্ষন চলবে। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন