সোমবার, ডিসেম্বর ০৮, ২০১৪

ভেড়ামারায় ফেনসিডিল গাঁজার গাছ ও হেরোইনসহ গ্রেফতার ৭

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪২বোতল ফেনসিডিল, ৩টি গাঁজার গাছ ও হেরোইন উদ্ধার করেছে। এসময় গ্রেফতার করা হয়েছে ফেনসিডিল ব্যবসায়ী, হেরোইন সেবী ও গাঁজা চাষীকে। শনিবার রাতে ও সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ  মুন্সিগঞ্জ জেলার টুনিয়াপাড়া গ্রামের তোফাজ্জেল খান’র পুত্র মেহেদী হাসান, উপজেলার পূর্ব ভেড়ামারার আজিজুল হক ড্রাইভারের পুত্র মনিরুল ইসলাম মন্ডল, বামনপাড়ার রাজু, পিতা- রহিদুল, রাজন, পিতা- মোঃ মতিয়ার, আশরাফুল, পিতা- আঃ মালেক, আজাদ, পিতা- ওহাদ আলী, রনি, পিতা- মনোয়ার দেওয়ান। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁন এর নেতৃত্বে এস আই তারিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট মেহেদী হাসানকে গ্রেফতার করে। এদিকে রাত সাড়ে ১০টায় উপজেলার পূর্ব ভেড়ামারার ৩নং ব্রীজ সংলগ্ন এলাকায় এসআই আন নূর জায়েদ অভিযান চালিয়ে মনিরুল ইসলাম ও রাজু নামের ২জন হেরোইন সেবীকে গ্রেফতার করে ও এসআই শাহ আলম উপজেলার গোলাগনগর মাজার এলাকার পদ্মা নদীর ধার থেকে রাজন, আশরাফুল ও আজাদ নামের ৩ মাদক সেবীকে গাঁজা সহ গ্রেফতার করে। পরে তাদেরকে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা তাদের ১ বৎসর কারাদন্ড দেয়।
অপরদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ১১.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারিকুল ইসলাম নেতৃত্বে সঙ্গীয় ফোস নিয়ে উপজেলার মওলাহাবাসপুর গ্রামে পানের বরজে ৩টি গাঁজা রোপন করায়  রনি নামের এক গাঁজা চাষীকে গাঁজার গাছসহ গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ৬ মাসের কারাদন্ড দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন