সোমবার, ডিসেম্বর ০৮, ২০১৪

বালিয়াকান্দিতে ফায়ার সার্ভিস ষ্টেশনের কাজের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি : স্বাধীনতার ৪৩ বছর পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাবাসীর প্রাণের দাবী ফায়ার সার্ভিস ষ্টেশন রবিবার সন্ধ্যায় কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে পুরন হলো। ১কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। এসময় রাজবাড়ী গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ হান্নান মাষ্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম মিয়া সুফি, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ স্থানীয় আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনটি রাজবাড়ী গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধায়নে ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ে নির্মান কাজ করছে
মেসার্স রফিক কনস্ট্রাকশন। কাজের শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে উপজেলাবাসীর প্রাণের দাবী ফায়ার সার্ভিস ষ্টেশন পুরন হলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন