সোমবার, ডিসেম্বর ০৮, ২০১৪

মিরপুরে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা এনামুল নিহত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া জেলার  মিরপুর থানার  পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব-বাংলা কমিউনিষ্ট পার্টির এম.এল.এল লাল পতাকার আঞ্চলিক প্রধান এনামূল হক (৩২) নিহত হয়েছে। গত রবিবার রাত ৩টা ১৫ মিনিটে মিরপুর পৌরসভার ভাঙ্গা বটতলার শহিদুল ইসলামের ইটভাটার নিকট এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের  জানান, রাত তিনটার দিকে ৭-৮জন চরমপন্থী সন্ত্রাসী শহিদুল ইসলামের ইটভাটায় চাঁদা নিতে আসে। এ সংবাদ পেয়ে মিরপুর থানা ও ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে  পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ বন্দুকযুদ্ধের চরমপন্থী সন্ত্রাসীরা পিছু হটে। এ সময় উভয়ের মধ্যে প্রায় ৪৫ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থলে তললাশী করে গুলিবিদ্ধ এনামুল হককে উদ্ধার করে-মিরপুর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্টার এনামূল হককে মৃত বলে ঘোষনা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশী তৈরী এলজি, ৩ রাউন্ড বন্দুকের গুলি ও ১টি কাঠের তৈরী ভূজালী উদ্ধার করেছে। নিহত চরমপন্থী নেতা এনামূল হক’র বাড়ি মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আশান নগর গ্রামের রবিউল ইসলামের পুত্র। তার বিরুদ্ধে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় ৭টি হত্যা মামলা সহ মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি  মামলায় সে ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে পুলিশ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন