সোমবার, ডিসেম্বর ০৮, ২০১৪

মুক্তির উদ্যোগে দৌলতপুর উপজেলাতে মত বিনিময় সভা

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সকাল ১০.০০ টায় দৌলতপুর উপজেলা হলরুমে প্রাথমিক শিক্ষার অধিকার ভিত্তিক পর্যালোচনা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন, দৌলতপুর উপজেলা শিক্ষক সমিতিরি সভাপতি আসাদুজ্জামান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার বখতিয়ার উদ্দিন; দৌলতপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নারীর ক্ষমতায়ন প্রকল্পের ম্যানেজার জীবন্নাহার। আলোচনা করেন; দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম; মহিষকুন্ডি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান; রায় ভাগজোত প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক কর্তৃপক্ষ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভাটি পরিচালনা করেন নারীর ক্ষমতায়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার
রকিবুল ইসলাম কর্নেল। সার্বিক সহযোগিতা করেন স্পন্সরশিপ অফিসার কাজী আরিফুল ইসলাম; কমিউনিটি মবিলাইজার তন্নি, মিলন ও নাজমা। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন