সোমবার, ডিসেম্বর ০৮, ২০১৪

অস্ত্র চোরাকারবারীতে জড়িত আওয়মীলীগ নেতৃবৃন্দ

একটি দৈনিকের সংবাদ প্রসঙ্গে কুষ্টিয়া  জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কাউন্সিলে ঘোষিত নতুন সভাপতি, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান’র বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে মিথ্যাচার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামীলীগ’র নেতাকর্মীরা। রবিবার দুপুর একটায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবগঠিত জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, মিরপুড় উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন প্রমুখ। বক্তারা বলেন, শনিবার জাতীয় একটি দৈনিক পত্রিকায় খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে অস্ত্র ব্যবসা করা এবং এর মদদদাতা অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। যা মিথ্যাচার। বক্তারা আরো বলেন,
একজন রাজাকার পুত্র আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসকের আসনে বসে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তিনি আওয়ামীলীগের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করছেন। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে নতুবা সে আসন থেকে তাকে টেনে হিচরে নামানো হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন