সোমবার, জানুয়ারী ১৪, ২০১৩

আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ভেড়ামারায় চেয়ারম্যানের উপর হামলাকারীরা ধরা ছোঁয়ার বাইরে

ষ্টাফ রিপোর্টার কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও ইউপি চেয়ারম্যান পবন এর উপর হামলার ঘটনার তিন দিন অতিবাহিত হলেও হামলাকারীদের পুলিশ আটক করছে না বলে অভিযোগ উঠেছে  গত শুক্রবার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সোহেল রানা পবন ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার উপর সশস্ত্র হামলা চালায়। এতে চেয়ারম্যান পবন, তার ছোট ভাই পিপুলসহ ৮/১০ জন আহত হয়ঘটনার পর শনিবার ভেড়ামারা থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা হয়
জানা যায়, স্থানীয় আওয়ামীলীগ নেতা হাসান সরোয়ারের সাথে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান পবনের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলআর এ কারনে হাসান বাহিনী তার উপর হামলা চালায়সন্ত্রাসীদের ধারালো অস্ত্রঘাতে চেয়ারম্যান ও তার ছোট ভাইসহ কয়েকজন গুর্বত্বর আহত হয়পরে আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেএদিকে গত শনিবার ভেড়ামারা থানায় হাসান সরোয়ার কে আসামী করে মামলা হয়েছেমামলার পর পুলিশ মিন্টু নামে এক জনকে আটক করেবাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান পবনের অভিযোগ, বেশ কয়েক দিন পদ্মার চরের ভূমিহীনদের জমি দখলের চেষ্টা চালাচ্ছিল এলাকার হাসান বাহিনীর সন্ত্রাসীরাআমি ঘটনা জানতে পারলে তাদের প্রতিবাদ করিএতে হাসান বাহিনীর সন্ত্রাসীরা আমার উপর ৰিপ্ত হয়ে আমাকে প্রানে মেরে ফেলার ষড়যন্ত্র করছিলএ কারনে গত শুক্রবার ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় বাজারের উপর থেকে আমার উপর সশস্ত্র হামলা চালায়এ সময় এলাকাবাসী এগিয়ে এলে আমি অল্পের জন্য প্রাণে রৰা পায়তার অভিযোগ পুলিশ এক জনকে নাম মাত্র আটক করলেও বাকিদের আটকের চেষ্টা করছে নাআর এ কারনে সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেবর্তমানে তিনি সহ তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেনএলাকার অনেক রাজনীতিবিদই জানান, হাসান সরোয়ার আওয়ামীলীগের বিদ্রোহী গ্র্বপের রাজনীতির সাথে জড়িতএবার ইউপি নির্বাচনে পবনের জনপ্রিয়তার কাছে হার মেনে তিনি চেয়ারম্যান নির্বাচনে পরাজিত হনএমনকি সন্ত্রাসী পান্না বাহিনীর অধিকাংশ অস্ত্র ভান্ডার এখন হাসানের কাছে বলেও তারা অভিযোগ করেনআর এ কারনে হাসান প্রতিনিয়ত এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেএ বিষয়ে হাসানের বক্তব্যে নেওয়ার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নিএ ব্যাপারে ভেড়ামারা থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হাসানসহ বাকি আসামীদের আটক করা হচ্ছে না এমন অভিযোগ সত্য নয়  চেয়াম্যানের ওপর হামলার পরের দিনই পুলিশ এক জনকে আটক করেছেবাকি আসামীদের আটকের জন্য পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছেআসামীদের আটকে রাজনৈতিক কোন চাপ নেয় বলেও তিনি জানান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন