সোমবার, জানুয়ারী ১৪, ২০১৩

মওলানা ভাসানীর জীবনী বাদ দেয়ায় জাতীয় ছাত্রদলের প্রতিবাদ অনুষ্ঠানে ন্যাপ মহাসচিব : পাঠ্যপুস-ক থেকে মওলানা ভাসানীর জীবনী বাদ দেয়া জাতীর সাথে প্রতারনা

হাওয়া ডেস্ক বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস-ফা ভুইয়া বলেছেন, দেশপ্রেমের এক জলন- পথিকৃত, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র রক্ষার লড়াই আর আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সমগ্র জাতীর অনুপ্রেরনার উৎস মজলুম জননেতা মওলানা ভাসানীর সংক্ষিপ্ত জীবনী ৫ম ও ৮ম শ্রেনীর পাঠ্যপুস-ক থেকে বাদ দিয়ে আওয়ামী সরকার সমগ্র জাতির সাথে প্রতারনা করেছেআজকের ও আগামী প্রজন্মের নিকেট থেকে মওলানা ভাসানীকে মুছে ফেলতে যারা ষড়যন্ত্র করছে তারা সাম্রাজ্যবাদীদের পাঁচাটা দালাল ছাড়া অন্য কিছুই নয়তিনি বলেন, বাংলাদেশ মানে মওলানা ভাসানী, ভাসানী মানে বাংলাদেশবাংলাদেশের এই মহানায়ককে যারা ইতিহাস থেকে মুছে ফেলতে চায় তাদের বিচার ইতিহাসের কাঠগড়ায়
তিনি আজ রবিবার বিকালে নয়াপল্টনন' সংগঠনের কার্যালয়ে পাঠ্যপুস-ক থেকে মওলানা ভাসানীর জীবনী বাদ দেয়ার প্রতিবাদে- বাংলাদেশ জাতীয় ছাত্রদল আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেনবাংলাদেশ জাতীয় ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সোলায়মান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, নগর সাধারন সম্পাদক মোঃ শহীদুননবী ডাবলু, জাতীয় ছাত্রদল নেতা সরজিৎ কুমার দ্বিপ, মেহেদী হাসান আপন, এম.এ. জি সোহেল, আকবর মোহাম্মদ, আবদুল আলিম প্রমুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন