সোমবার, জানুয়ারী ১৪, ২০১৩

ভেড়ামারায় হিজড়াদের বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্বারকলিপি পেশ

মনির উদ্দিন মনির জীবনের নিরাপত্তা, নকল হিজড়াদের নিপীড়নের হাত থেকে রক্ষা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে কুষ্টিয়ার ভেড়ামারায় হিজড়ারা বিক্ষোভ মিছিল, সমাবেশ, স্বারকলিপি পেশ এবং মানববন্ধন কর্মসূচী পালন করেছেসম্মিলিত হিজড়া পরিষদর ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচীতে খুলনা বিভাগের শতশত হিজড়া অংশগ্রহন করে বিক্ষোভ প্রদর্শন করে সন্ত্রাসীদের দৃষ্ঠান-মুলক শাসি- দাবী করেনপরে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলামের কাছে স্বারকলিপি পেশ করেন হিজড়ারাহিজড়া পরিষদ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারী দুপুরে ভেড়ামারার জগশ্বর-পরানখালী গ্রামে হিজড়ার একটি কাফেলা গেলে পূর্ব পরিকল্পিত ভাবে নকল হিজড়া শিপনের নেতৃত্বে সন্ত্রাসী তাইরুলর সঙ্গপাঙ্গারা আর্তকিত হামলা চালায়এসময় গুরুত্বর আহত হয় হিজড়া দলের সদস্য নুরি (২৫), টমেটো (২৭), আখিয়া (৩২), শারমিন (৩৮)স্থানীয়রা তাদের কে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা  কমপ্লেক্সে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেএ ঘটনার পর ৬ জানুয়ারী ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের হয়যার নং ৪এসময় থানা ঘেরাও করে হিজড়া পরিষদ ৭ দিনের অল্টিমেটাম দিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানানএসময়র মধ্যে গ্রেফতার না হওয়ায় গতকাল রবিবার সকালে হিজড়া পরিষদ ভেড়ামারা শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, স্বারকলিপি পেশ এবং মানববন্ধনের মতো কর্মসূচী স্বর্তফুর্ত ভাবে পালন করেভেড়ামারা বাসষ্টান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়সেখানে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলামের কাছে স্বারকলিপি পেশ করেন হিজড়ারাসমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত হিজড়া পরিষদের আহবায়ক কমলা, হিরা, মহুয়া, লাবলী, সিমা, অখিরন এবং আলেয়া হিজড়াবক্তরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার দাবী করে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে সারা দেশের হিজড়া সমপ্রদায় নিয়ে ঐক্যবদ্ধ ভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সন্ত্রাসীদের গ্রেফতারে বাধ্য করা হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন