বুধবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৩

ইবিতে চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে চতুর্থ দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতি ছিল সন্তোষজনক। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীরা এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাহিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। প্রক্টরিয়াল বডি, র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা অত্যন্ত চৌকস ভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। সেই সাথে ক্যাম্পাসে অবস্থান করছে ভ্রাম্যমান আদালত। গতকাল “ডি” এবং “ই” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রয়েসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন-সহ উচ্চ পর্যায়ের পরিদর্শন দল পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ বছর ৫টি অনুষদের ৮টি ইউনিটের অধীনে ২২টি বিভাগে ভর্তির জন্য ১টি আসনের বিপরীতে প্রায় ৬০ জন অর্থাৎ ১,৪৬৫ আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে লড়ছে ৮৮,৩২০ জন পরীক্ষার্থী। আজ ২৭ ফেব্র“য়ারি প্রথম শিফট-এ “জি” ইউনিটের ১ হতে ৬,০২৫ পর্যন্ত, দ্বিতীয় শিফট-এ ৬,০২৬ হতে ১২,০৫০ পর্যন্ত, তৃতীয় শিফট-এ ১২,০৫১ হতে অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চতুর্থ শিফ্ট-এ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। উল্লেখ্য, অনিবার্য কারণবশতঃ ২৪ ফেব্র“য়ারির “বি” ইউনিটের স্থগিতকৃত ভর্তি পরীক্ষা আগামী ২৮ ফেব্র“য়ারি পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন