বুধবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৩

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার’র উপর বোমা হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ


মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম’র উপর বোমা হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, মুক্তিযোদ্ধা সংসদ এবং ১৪ দলীয় জোট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  গতকাল মঙ্গলবার দুপুর ৩টায় ভেড়ামারা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সমাবেশে অংশনেয় উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকরা। এ সময় বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর মেয়র এবং উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, সমাজসেবা অফিসার মাসুদ আহম্মদ, যুব উন্নয়ন অফিসার শাজাহান আলী, ভেড়ামারা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, আর্দশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভগবান চন্দ্র সিংহ রায়, ভেড়ামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মওলানা এসকেনদার আলী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ভেড়ামারা কলেজের ক্রীড়া শিক্ষক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। এর আগে বিশাল বিক্ষোভ মিছিল ভেড়ামারা শহর প্রদক্ষিন করে। একই দাবীতে বিকাল ৪টায় সমাবেশ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। অপর দিকে, বিকেল সাড়ে ৫টায় ভেড়ামারা শহরে বিশাল বিক্ষোভ মিছিল করে ১৪ দলীয় জোট। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় বাসষ্টান্ডে সমাবেশ করে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী আখতারুজ্জামান মিঠু’র সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভেড়ামারা পৌর সভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক আমিনুল হক পিন্টু, উপজেলা জাসদ’র সভাপতি আখম গোলাম ফারুক মাষ্টার, সাধারন সম্পাদক আনছার আলী, সাম্যবাদী দলের কুষ্টিয়া জেলা সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বাবলু, ঘাতক দালাল নিমূল কমিটির সাধারন সম্পাদক অসিত কুমার সিংহ রায়, আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ্যাড. আলম জাকারিয়া টিপু, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, রেল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আবু দাউদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজু, আওয়ামীলীগ নেতা আবু হেনা মোস্তাফা কামাল মুকুল, শরিফুজ্জামান নবাব, নেহেরুল ইসলাম, সৈয়দ রহমান, বাংলার মাটি রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সোলাইমান হোসেন চিশতী, মাসুদ পারভেজ, সান্টু, শাহাদৎ হোসেন বাবু, আরশেদ আলী, ফাহিম প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে ১০ টার দিকে অফির্সাস ক্লাবে খেলাধুলা শেষ করে নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সম্বনায়কারী তৌহিদুল ইসলাম টিটু উপজেলা কোয়াটারের বাসায় ফিরছিলো। পথিমধ্যে ওৎ পেতে বসে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম কে লক্ষ্য করে পর পর দুইটি শাক্তিশালী বোমা’র বিস্ফোরণ ঘটায়। এসময় গুরুত্বর আহত হন নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম এবং তৌহিদুল ইসলাম টিটু। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন। এই ঘটনার পরে ভেড়ামারা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ভেড়ামারা সার্কেলের এএসপি সি এ হালিম সাংবাদিকদের জানিয়েছেন, বোমার ¯িপ্রলিন্টারে নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম’র মাথা আঘাত প্রাপ্ত হন। ঘটনার সাথে জড়িত দুস্কৃতিকারীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। তবে কি কারনে কারা এ বোমা হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন