বুধবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৩

মাওলানা আবদুল লতিফ নেজামীসহ আলেম-ওলামাদের গ্রেফতারে নিন্দা

ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলামের বিরুদ্ধে ডিজিটাল চক্রান্ত চলছে। একদল ব্লগার নাস্তিক-মুরতাদ সিন্ডিকেট ভিত্তিক ইসলামের বিরুদ্ধে অব্যাহত কটুক্তি করে যাচ্ছে। সরকার সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দেয়ার পর থেকে একদল নাস্তিক ইসলামের নবী সা.কে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে ঈমানদার মুসলমানের হৃদয়ে ঈমানী আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুন নিভবেনা যতদিন এই ব্লগারদের শাস্তি না দিবে। অপরদিকে ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীসহ আলেম-ওলামাদের গ্রেফতার করে ওলামা বিদ্বেষীর পরিচয় দিয়েছে। অবিলম্বে সকল আলেম ওলামাদের নি:শর্ত মুক্তি দিতে দিতে।  আজ বিকেলে রাজধানীর রায়েরবাগ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এসক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। হাজী মোঃ আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা সারোয়ার জাহান, আবদুর রাজ্জাক প্রমুখ। তিনি বলেন, ব্লগার নাস্তিক-মুরতাদ ও নবীর দুশমনদের বিচারের দাবিতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ সমাবেশগুলোতে পুলিশ বেপরোয়া গুলি করে রক্তের নেশায় মেতে উঠে। আর কত রক্ত চায় তারা? আলেম-ওলামা ও মুসলমানদের রক্ত পান করে সরকার কাদেরকে খুশি করছে নব্বই ভাগ মুসলমান তা জানতে চায়। তিনি আরো বলেন, দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলম সৈনিক, তেজোদীপ্ত ঈমান জনাব মাহমুদুর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবির সাথে সাথে তাঁর নামে ৫টি মামলা করে সরকার দেশে বাকশাল কায়েমের পথ পরিস্কার করছে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনকে উস্কানীদাতা হিসেবে আখ্যায়িত করা চরম অমানবিক ও নিন্দনীয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন