বুধবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৩

কুমারখালীতে সংঘর্ষে নিহত-১, আহত -১০

জুয়েল : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামে এলাকার অধিপত্ত বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। কুমারখালী থানার অফিসার ইনচার্জ আলী নেওয়াজ জানান, পুর্ব বিরোধের জের ধরে ওই ইউনিয়নের মোতাহার মেম্বর গ্রুপ ও আকবর মেম্বার গ্রুপ সোমবার রাত ১০ টার দিকে অধিপত্ত বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আকবর গ্রুপের মৃত ঈমান আলীর ছেলে সাহেব আলী (৬০) সহ প্রায় ১০ জনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহেব আলী মারা যায়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সকালে আবার উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ এ ঘটনায় ৪ জনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, গড়াই নদীর বুকে জেগে ওঠা চর নিয়ে দীর্ঘদিন ধরে এই দুইটি গ্রুপ এলাকায় একে অপরের ওপর হামলা মামলা করে আসছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন